ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত উক্যচিং'র সমাধিতে বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জুলাই ২৮, ২০২৫
বিমান দুর্ঘটনায় নিহত উক্যচিং'র সমাধিতে বিমানবাহিনী প্রধানের শ্রদ্ধা নিহত উক্যচিং'র সমাধিতে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ছাত্র উক্যচিং মারমার সমাধিতে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।  

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায় উক্যচিংয়ের পারিবারিক শ্মশানে তার সমাধিতে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন।

এ প্রতিনিধি দলে ছিলেন, উইং কমান্ডার আব্দুল্লাহ মোহাম্মদ ফারাবি।

বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি দলটি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি উক্যচিং মারমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে দগ্ধ হয় উক্য চিং মারমা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শরীরের শতভাগ অংশ পুড়ে যায়। । ওইদিন রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় পাহাড়ের এ কিশোরের মৃত্যু হয়।  

উক্যচিং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এবং মা তেজিপ্রু মারমা বান্দরবান রুমা উপজেলার ক্যটেইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। উক্যচিং এ শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ছিল।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।