গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এতে করে সদর থানায় পাঁচটি হত্যা মামলাসহ জেলাটিতে মোট মামলা দাঁড়াল ১২টিতে।
শনিবার (২৬ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। শনিবার সদর থানায় মামলাটি রুজু করা হয়।
এ নিয়ে গোপালগঞ্জের সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট ১২টি মামলা দায়ের হলো। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনে এবং ছয়টি সন্ত্রাস দমন আইনে দায়ের করা হয়েছে।
এসব মামলায় মোট ১০ হাজার ১৮৭ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ৩২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শতশত নেতাকর্মী হামলা চালায়। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনব্যাপী চলা ওই সহিংসতায় পাঁচজন নিহত হন এবং পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।
** গোপালগঞ্জে নতুন আরও একটি মামলায় আসামি ৩৩৭, মোট মামলা ১১
এসআরএস