বরিশাল: বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ২টার দিকে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। এগুলো উদ্ধারে এখনো কাজ চলমান।
তিনি জানান, বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর নেই।
অপরদিকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারে চেষ্টা চলছে।
অপরদিকে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর এ পর্যন্ত হিজলা নৌ পুলিশের কাছে রয়েছে। ইনচার্জ জানান, নদীতে তাদের টহলদল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্থদের উদ্ধারে কাজ চলমান রেখেছে। তবে হতাহতের কোনো খবর নেই।
এমএস/এইচএ/