ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুলাই ২৫, ২০২৫
গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: সিইসি যশোর কালেক্টরেট মসজিদ

যশোর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে দেশের জন্য একটি ভালো কাজ করে যাওয়ার লক্ষ্য নিয়েই নির্বাচন কমিশনের গুরুদায়িত্ব পালন করছি।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এ কথা বলেন।  

খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ ও দোয়ায় যশোরের জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম অংশ নেন।

শুভেচ্ছা বক্তব্যে সিইসি নাসির উদ্দীন বলেন, আমার লক্ষ্য হারানো আস্থা ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতিকে একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা উপহার দেব। এ লক্ষ্য পূরণে দেশবাসীর সহযোগিতা ও দোয়া চাই।

সিইসি আরও বলেন, দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালনসহ অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়—এ জন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

এ সময় সিইসি নাসির উদ্দীন সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং শোক প্রকাশ করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।