হবিগঞ্জ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে পৌর টাউন হলে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিববাদ ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অনেক শহীদ হয়েছেন। শুধু হবিগঞ্জ জেলাতেই প্রাণ দিয়েছেন প্রায় ২০ জন। কিন্তু এখনও আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি।
ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, এলাকায় এলাকায় নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে। চলছে ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা। এই রাজনীতি রুখে দিতে হবে।
সম্প্রতি বিএনপি ও যুবদলের দুই নেতাকে হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা সব সময় সোচ্চার। এই ধরনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অর্থনৈতিক লুটপাট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট থাকবে না, দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে।
দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ায় মুসলমানদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।
তরুণদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি সংগ্রামী শক্তি। আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষায় সর্বাত্মক লড়াই চালিয়ে যাব।
এর আগে বিকেলে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ সার্কিট হাউসে প্রবেশ করেন। সাড়ে ৫টায় পৌরসভা মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে সদর মডেল থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণত সেনা ক্যাম্পগুলোতে দুজন করে সদস্য থাকলেও এদিন সেখানে ১০-১২ জন পাহারায় ছিলেন। যানবাহনের কাগজপত্রও যাচাই করা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি প্রমুখ।
এসআরএস