হবিগঞ্জ: ‘জুলাই পদযাত্রা’ ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় পদযাত্রা ও সন্ধ্যায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুপুরে শহর ঘুরে দেখা যায়, সদর মডেল থানার সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। সেনা ক্যাম্পগুলোর সামনে অন্যান্যদিন দু’জন পাহারায় থাকলেও এদিন দেখা যায় ১০-১২ জন সদস্যকে। যানবাহনের কাগজপত্রও যাচাই করছেন তারা।
এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নোমান আহমেদ বলেন, প্রথমে জেলা প্রশাসনের মাঠে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অনুমতি না মেলায় শেষ মুহূর্তে টাউন হলের সামনে মঞ্চ তৈরি হচ্ছে। বিকেল ৪টায় পদযাত্রা বের হবে, পরে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এর আগে শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যা দেয় এনসিপি। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, জেলা প্রশাসক হয় প্ররোচনায়, নয়তো রাজনৈতিক পক্ষপাতের কারণে আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। তার আচরণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরের মতো।
এদিকে কেন্দ্রীয় নেতারা বিকেল ৩টায় মাধবপুর হয়ে শহরে প্রবেশ করবেন। নেতৃত্ব দেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও সংগঠক সারজিস আলম।
জেলা পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি থাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
জেএইচ