বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার নয়পাড়ারচরে এ ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্রের নাম নিশাদ বৈরাগী। সে কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে এবং হাটশেরপুরের খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে যমুনা নদীর নয়াপাড়ার চরে গরুর জন্য ঘাস কাটতে যায় নিশাদ। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরএস