কক্সবাজার: গত বছরের ১৬ জুলাই “চলে আসুন ষোল শহরে” সামাজিক যোগাযোগ মাধ্যমে– এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী ছাত্রনেতার প্রথম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজার পেকুয়ায় ওয়াসিমের বাড়িতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘‘চলে আসুন ষোল শহরে’’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, ছাত্রদলের মোট ১৪২ জন নেতাকর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় জড়িত, তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।
এ দিনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
এছাড়া আজ বিকেলে চট্টগ্রাম ২ নম্বর গেটে বিপ্লব উদ্যানের দক্ষিণ পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় শহীদ ওয়াসিমসহ সব শহীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এসআই