ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

সারাদেশ

যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, জুলাই ১৫, ২০২৫
যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির খুলনা বিভিাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা নির্বাচনকে পেছানোর কিংবা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে তারা কোনোভাবেই গণতন্ত্রের বন্ধু হতে পারে না।

দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছেড়ে যাবে না।

 যেভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাবিবাদের পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।  

মঙ্গলবার (১৫ জুলাই) যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।  

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ৫ আগস্টের পর অনেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কার কী ভূমিকা ছিল সেই কথা উল্লেখ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঐক্যের পথে আমরা কোন অন্তরায় চাই না।  

তিনি বলেন, বিএনপির রাজনৈতিক শিক্ষা,  এই দল আমাদের ভিন্ন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে নিয়ে কটূক্তি করতে শেখায়নি। কিন্তু বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও জনগণ কিন্তু সংযম প্রদর্শন করবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল।

তিনি কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণির পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নয় মাসে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি শুধু বিএনপির নন, সমগ্র বাংলাদেশের নেতা। মনে রাখবেন  সেদিন তারেক রহমান আপনাদের পাশে দাঁড়িয়েছিল বলে  আপনারা সুস্থ জীবন যাপন করছেন। আজও  রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তাই এখনো সংযম প্রদর্শন করুন।  

অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, শত্রু এবং ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেবেন না, সর্বোচ্চ সংযম প্রদর্শন করবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা করবেন এটি আমাদের লক্ষ্য। আর সেটি করতে পারলে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রকৃত রাজনৈতিক জবাব দেওয়া সম্ভব হবে।  

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির। সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।  

এর আগে শহরের আর এন রোড নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং জেলা  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।