চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয় আম পাড়া শ্রমিক।
নিহত ব্যক্তির নাম মো. জুয়েল রানা (৪৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার বাসিন্দা।
নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে একদল শ্রমিক শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে আম পাড়ার জন্য কাকনহাটে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি নামক স্থানে একটি গর্তে সামনের চাকা পড়ে গেলে গাড়িটি উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মারা যান। এসময় গাড়িতে থাকা আম পাড়া শ্রমিকদের মধ্যে ছয়জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।