ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল দেখল দিনাজপুর বোর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, জুলাই ১০, ২০২৫
৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল দেখল দিনাজপুর বোর্ড

দিনাজপুর: এসএসসি পরীক্ষায় গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল দেখল দিনাজপুর শিক্ষা বোর্ড। এবার এই বোর্ডের পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ।

২০২৪ সালে এই বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার দুই হাজার ৭৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৮৫ হাজার ৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।  তাদের মধ্যে পাস করেছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন।

৬৭ দশমিক ০৩ শতাংশ পাসের হারের মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ।

এবার এই বোর্ডে ১৫ হাজার ৬২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৮ হাজার ১০৫।  

শতভাগ ফেল বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে প্রায় তিনগুণ। গত বছর এই সংখ্যা ৪ থাকলেও এবার তা দাঁড়িয়েছে ১৩-তে। আর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নেমেছে ৪৮-এ, গত বছর যা ছিল ৭৭।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ভালো করলেও মানবিক বিভাগের শিক্ষার্থীরা খারাপ করেছে। এতে গড় পাসের হার কমেছে বলে মনে করছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, গণিত বিষয়ে অনেক পরীক্ষার্থী খারাপ করেছে।  

২০২৩ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ১৬ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ শতাংশ, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩ শতাংশ এবং ২০১৯ সালে ৮৪ দশমিক ১০ শতাংশ।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।