ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

সারাদেশ

রূপগঞ্জে মামুন হত্যাকাণ্ডে রাসেল ফকির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ৯, ২০২৫
রূপগঞ্জে মামুন হত্যাকাণ্ডে রাসেল ফকির গ্রেপ্তার গ্রেপ্তার রাসেল ফকির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করেছে র‍্যাব-১১।

বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. সোহেল আহমেদ।

এর আগে গতকাল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ফকিরকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

রাসেল রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাসু ফকিরের ছেলে।

এর আগে গত ১০ জুন বিকেলে স্থানীয়রা খোকা নামে একজনকে আটক করা হয়। এলাকায় খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে গুলি চালায়। এ সময় মামুন ভুইয়া (৩৫) নামে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত মামুন ভূইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।