গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর হাটখোলা এলাকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।
নিহত হলো- পাবনার রফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম হৃদয় (১৩)। সে মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। তারা সপরিবারে মনিপুর এলাকায় বাসা ভাড়া থাকে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার ইদ্রিস আলী জানান, দুপুরে মনিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখা নদীতে ১৩-১৪ জন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে যায় রিয়াজুল ইসলাম হৃদয়। এ সময় হৃদয় পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএস/আরআইএস