জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. আরিফুর রহমান।
এনসিপি-র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ওই দুই নেতা ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটিতে আরও নয়জনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- আতাউর রহমান, বাধন মিয়া, সৌরভ ইসলাম, বুলবুল ইসলাম, শিকদার বরকত উল্লাহ, রুম্মান হোসাইন রিমন, আরিফ শেখ, রুবেল মোল্লা, মাওলানা তাওহীদুল ইসলাম। কমিটিতে সদস্য রাখা হয়েছে ১৮জনকে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
আরএ