ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

সারাদেশ

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, জুলাই ৩, ২০২৫
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন প্রতীকী ছবি

দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চালের জন্য অনলাইনে আবেদন ফি বাবদ জনপ্রতি ৪শ টাকা করে নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আজিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (০২ জুলাই) রাত সোয়া ৯টার সময় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ এর সহায়তার জন্য অনলাইনে আবেদন করা ফি বাবদ জনপ্রতি ৪০০ টাকা করে নেন মথুরাপুর স্কুল বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮)। বিনামূল্যে এ আবেদন করার পরিবর্তে ৪০০ টাকা নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করেন ভুক্তভোগী আজিজ। এসময় ক্ষিপ্ত হয়ে পলাশ তার কাছে থাকা ড্যাগার (চাকু) দিয়ে আজিজের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়।

এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।