নওগাঁ: কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ মার্কেটে শুরু হওয়া আম মেলায় ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর আম। গেল ২৫ জুন থেকে শুরু হওয়া মেলা চলবে ১ জুলাই পর্যন্ত।
আম মেলায় কাতার, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে প্রিয় ছিল নওগাঁর সুমিষ্ট আম। এতে বাংলাদেশের আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে জানিয়েছেন জেলার আমচাষিরা।
আমচাষিরা তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা বাংলানিউজকে জানান, কাতারের এ মেলায় একমাত্র চাষি হিসেবে আমিই আম নিয়ে এসেছি। মেলায় প্রবাসীসহ কাতারিদের মাঝেও ব্যাপক ছাড়া পেয়েছি। বিভিন্ন জাতের পাঁচ টন আম আনা হয়েছিল। এরই মধ্যে ৯৫ শতাংশ আম বিক্রি শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি নওগাঁ তথা দেশীয় আমের ব্র্যান্ডিং করতে। মেলা শুরুর পর থাকে প্রবাসী বাংলাদেশি, কাতারি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিসহ নানা দেশের ক্রেতারা এক প্রকার হুমড়ি খেয়ে পড়েন আমার স্টোলে।
সোহেল রানা জানান, এর ধারা অব্যাহত থাকা দরকার। এতে করে আমচাষিরা লাভবান হবেন। আমরা চাই বিভিন্ন দেশে আমের মেলা হোক। এ মেলায় অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত।
এএটি