ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, মে ১৯, ২০২৫
সৈয়দপুরে ঝড়-বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

নীলফামারী: মৌসুমের প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) সন্ধ্যার পর শুরু হওয়া ঝড় ও টানা বৃষ্টিতে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

পাশাপাশি অনেক ঘরবাড়ি ও দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে দোকানের চালা উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকে পড়েছে।

ঝড় ও বৃষ্টিপাতে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ি ইউনিয়ন এবং সৈয়দপুর পৌর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোরো ধান ও ভুট্টা ক্ষেত পানিতে ডুবে গেছে বা নেতিয়ে পড়েছে। অনেক জায়গায় কাটা ধানের জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ধান কাটা-মাড়াই শুরু হওয়ার কথা ছিল, তার আগেই এমন দুর্যোগ ফসল উৎপাদনে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।

সৈয়দপুর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় ঝড়ে কয়েকটি দোকানের চালা উড়ে গিয়ে বৈদ্যুতিক তারে আটকে থাকায় বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলেই মনে হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই-আলম সিদ্দিকী জানান, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি গ্রহণ করেছি এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।