ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি

নিহত স্কুলছাত্র সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুলাই ২৯, ২০২৫
নিহত স্কুলছাত্র সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা সায়ানের কবরে শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থী সায়ান ইউসুফের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা।  

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী চট্টগ্রাম জহুরুল হক ঘাটির উইং কমান্ডার মো. রেজাউল হকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের নিহত সায়ানের বাড়িতে আসেন।

 

পরে সায়ানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত করেন তারা। এসময় বিমান বাহিনীর সদস্যসহ নিহত সায়ানের বাবা ইউসুফ ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।  

এরপর সায়ানের বাবা এএফএম ইউসুফসহ শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রেজাউল হক।  

তিনি সাংবাদিকদের বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, বিমান বাহিনীর প্রধানসহ সব সদস্য আমরা সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় আমরা সবাই ব্যথিত। তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়, আমরা সে দোয়াই করি। উন্নত চিকিৎসার বিষয়টি আমরা দেখবো। আমরা সায়ানের কবরে শ্রদ্ধাঞ্জলি এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসেছি।  

তিনি বলেন, এটার জন্য একটা সহায়তা সেল গঠন করা হয়েছে। সিএমএইচ এবং বার্ন ইউনিটের সমম্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, বিমান বাহিনীর পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত সায়ানের বাবা এএফএম ইউসুফ বলেন, আমাদের জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসাটা মূল চ্যালেঞ্জ। আমরা খুব বেশি শোকাহত।   

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেরদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়। ওইদিন বিকেলে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুরের পাল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

সায়ানের বাবা ইউসুফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।  তার মা শামীমা শাম্মী ওই প্রতিষ্ঠানের রসায়নের শিক্ষক।  সায়ানরা দুই ভাই-বোন। তার বোন ফারিশা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।  

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।