সাভার: আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে রেখে চালক ও সহকারীরা কয়েল কিনতে গিয়েছিলেন। ফিরে এসে তারা দেখতে পান, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এতে আনুমানিক তিন লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পথচারীর ছুড়ে ফেলা সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।