হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে মর্তুজ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মর্তুজ আলী রতনপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মর্তুজ আলী নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। সন্ধ্যার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, বজ্রপাতে নিহত কৃষকের পূর্ণাঙ্গ পরিচয়সহ বিস্তারিত তথ্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তার পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
এদিকে একই দিন উপজেলার গাদিশাইল গ্রামে বজ্রপাতে ফারুক মিয়া নামে এক ব্যক্তির পালিত দুটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এসআরএস