ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মোহনগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, মে ১৭, ২০২৫
মোহনগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলার পেরিরচর গ্রামে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে পেরির বিলের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করা করা।

 

এর আগে শুক্রবার (১৬ মে) বিকেল ৩টার দিকে পেরির বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  

নিহতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে হৃদয় হোসেন পাপ্পু (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিন শেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজে পাননি। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। দুপুরের দিকে মরদেহ উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঘটনাস্থল থেকে দুজন কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।