ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১৩, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১৩ মে) সকালে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



এসময় বাড়িঘরে হামলা চালিয়ে উভয়পক্ষের ১০/১২টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ছলিম বাড়ির শহিদ মিয়ার ছেলে চান্দের বাড়িতে বসে গতকাল রাতে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন। এসময় চান্দের বাড়ির লোকজন তাতে বাধা দিলে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোমবার রাতে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিষয়টিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে চান্দের বাড়ি ও ছলিম বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষের ১০/১২টি বাড়িতে ভাঙচুরে চালায় দাঙ্গবাজরা। এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।