ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বাড়ির সামনে গুলি করে বিজেপি নেতাকে হত্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, এপ্রিল ২১, ২০২২
বাড়ির সামনে গুলি করে বিজেপি নেতাকে হত্যা জিতু চৌধুরী

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনেই জিতু চৌধুরী (৪২) নামের এক স্থানীয় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর এনডিটিভির।  

দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে দুর্বৃত্তরা প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর-পর গুলি করে তাকে। ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।  

এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কী ব্যক্তিগত শত্রুতায় এ খুন, তদন্ত করে তা বের করার চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।