ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, জুলাই ১৪, ২০২৫
বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বান্দরবানে বিএনপি অফিসে ভাঙচুর

বান্দরবান: বান্দরবান পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ায় অবস্থিত বিএনপির জিয়া স্মৃতি সংসদ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে হঠাৎ করে অফিসটিতে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এ হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বাংলানিউজকে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।  

এদিকে বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।  

জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।