নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ১৯ জুলাই গডফাদার শামীম ওসমান ওপেন অস্ত্র নিয়ে মাঠে নামে। তার সাথে ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছিল।
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই আমাদের নৈতিক সমর্থন ছিল। আবু সাঈদের মৃত্যুর পর পীর সাহেব চরমোনাই ঘোষণা দেয় আমরা ওপেন নামবো। এরপর থেকে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় রাজপথে ছিলাম।
তিনি আরও বলেন, ১৮ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত শহর ছাত্র জনতার দখলে ছিল। ছাত্র জনতা বেশি হওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিছু করতে পারছিলো না। হঠাৎ বারোটার পর চতুর্দিক থেকে হামলা হয় সেদিন।
মাসুম বিল্লাহ বলেন, সেদিন দুই নং রেলগেটে একসাথে আওয়ামী লীগ ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। সেখানে প্রতিরোধ করে চাষাঢ়া আসি আমরা। সেখানে আবারও গুলি হয়। আমাদের প্রায় ৩০ জন ভাই সেদিন আহত হয়। তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল।
এমআরপি/এমএম