ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরই শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে।
সোমবার (১৪ জুলাই) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নয়াপল্টন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কার্যালয়ের সামনের ফুটপাত ও সড়কের একাংশে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে অবস্থান করছেন। সবার চোখেমুখে দৃঢ় প্রত্যয় ও ক্ষোভের ছাপ স্পষ্ট।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
মিছিলে অংশ নিতে আসা সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন।
শাজাহানপুর থানা ছাত্রদলের কর্মী সবুজ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। একটা অদৃশ্য শক্তি আমাদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। ’
ছাত্রদলের আরেক কর্মী পলাশ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। জনমনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারুক। ’
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা এ মিছিলে অংশ নিচ্ছেন। তাদের দাবি, একটি ‘গুপ্ত সংগঠন’ নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
এ মিছিলের মাধ্যমে তারা তাদের দাবি ও প্রতিবাদ জোরালোভাবে তুলে ধরতে বদ্ধপরিকর।
ইএসএস/আরআইএস