ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক, দায়ীদের শাস্তি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, অক্টোবর ১৪, ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় তারেক রহমানের শোক, দায়ীদের শাস্তি দাবি তারেক রহমান

ঢাকা: মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য দান করুন।

এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা বারবার ঘটছে, যা শোকের পাশাপাশি অসংখ্য প্রশ্নও সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, তদন্তে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসবিডব্লিউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ