ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, সেপ্টেম্বর ৩, ২০২১
ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে উপ-নির্বাচন শনিবার (৪ সেপ্টেম্বর)। নির্বাচনের আগের দিন দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুসারী আব্দুল আউয়াল কয়েছকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে দলীয় শৃঙ্খলা ভঙের কারণে আরও অনেকের ওপর বহিষ্কারের খড়গ আসতে পারে!

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ