ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ. লীগের আমলেও আমরা এভাবে হামলার শিকার হইনি: রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৪, আগস্ট ৩০, ২০২৫
আ. লীগের আমলেও আমরা এভাবে হামলার শিকার হইনি: রাশেদ খান রাশেদ খান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা এভাবে হামলার শিকার হইনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকে গণঅধিকারের নেতা নুরুল হক নুর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কেন তার জবাব সরকারকে দিতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরে রাশেদ খান বলেন, আজকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ছিল। আমরা মিছিল নিয়ে পল্টন থেকে যখন কাকরাইল যাচ্ছি, তখন জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি। আমার আঙুলে ফ্যাকচার হয়েছে। আমি ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়ে আবারও আমাদের কার্যালয়ে যাই। হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাপার কার্যালয়ের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। তখন আমরা দেখেছি, সেখানে জাপার নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছে। জাপার এত সাহস নেই আমাদের ওপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের ওপর ভর করে ‘আপা’ ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ, জাপা কতটা ভয়ংকর হতে পারে, আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, তখন পুলিশ, সেনাবাহিনী অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। নুরুল হক নুরের ওপর হামলা চালায়। এই হামলায় নুরের নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে। তার বুকের ওপর বুটজুতা দিয়ে পাড়ানো হয়েছে। এখন তার জ্ঞান নেই। তিনি মুমুর্ষ অবস্থায় আছেন।  

তিনি আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা? ১৪ দলকে নিষিদ্ধ করা হবে কিনা? সেনাবাহিনী-পুলিশ বাহিনীর যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা?

রাশেদ খান আরও বলেন, সংবাদ সম্মেলন চলা অবস্থায় সেনাবাহিনী যে আগ্রাসীভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি। আমরা বারবার বলছি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সচিবালয় সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার গত এক বছরে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আস্কারা দিয়েছে। যার ফলাফল আজকে দেখলেন গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। সেনাবাহিনী বুটজুতা দিয়ে আমাদের পাড়িয়েছে। আজকে যদি এর বিচার না হয়, তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করল।

সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সেনাপ্রধানকে দোষারোপ করতে চাই না। কিন্তু আপনাকের জবাব দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে, এই হামলা আপনার নির্দেশে হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে, এই হামলা কি খোদা বকসের নির্দেশে হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হয়েছে। নাকি আপনার নির্দেশনায় হয়েছে? ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নেই এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সারাদেশে ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে জানিয়েছেন রাশেদ খান। পাশাপাশি বিকেল ৩টায় ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে বলেও জানান তিনি।

** আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে: রাশেদ খান

** শনিবার সারাদেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় হবে সমাবেশ

এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।