ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বাগেরহাটে তরুণদের মুখোমুখি আগামী দিনের সংসদ সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, অক্টোবর ১৩, ২০২৫
বাগেরহাটে তরুণদের মুখোমুখি আগামী দিনের সংসদ সদস্যরা

বাগেরহাট: বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী ও মনোনয়ণ প্রত্যাশীদের নিয়ে “তারুণ্যের স্বপ্ন, আমাদের ইশতেহার-আমাদের ভবিষ্যৎ” শীর্ষক নির্বাচনী ইশতেহার প্রনয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড ও বাধন মানব উন্নয়ন সংস্থার যৌথ আয়োজেনে সোমবার ( ১৩ অক্টোবর) দিনব্যাপি এই সংলাপ অনুষ্ঠিত হয়।

বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সংলাপে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী শেখ মঞ্জুরুলহক রাহাদ, এনসিপির প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মোশাররফ হোসেন এবং বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপি‘র প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক যুব স্বেচ্ছাসেবক এই সংলাপে অংশগ্রহন করেন।

স্বেচ্ছাসেবী তরুণরা রাজনীতিবিদদের কাছে তরুণরা তাদের এলাকার সমস্যা, সংকট, সম্ভাবনা তুলে ধরেন। আগামী সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ইসতেহারে এসব সংকট সমাধানে প্রতিশ্রুতি দেওয়ার আহবান জানান।

সংলাপে যুবকরা বাগেরহাটের প্রধান সমস্যা লবনাক্ততা, প্রাকৃতিক দূর্যোগ, নদী ভাঙ্গন, মাদকের ছড়াছড়ি, রাজনৈতিক কর্মীদের চাঁদাবাজীসহ বিবিন্ন অসুবিধার কথা উল্লেখ করেন। সেই সাথে বাগেরহাটে থাকা বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন, চিংড়ি শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্য্য নির্ভর পর্যটনের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহবান জানান তরুণরা।

সংলাপে অংশগ্রহন করা রাজনীতিবিদরা তরুণদের চাহিদা ও এলাকার চিহ্নিত সমস্যার সমাধান করার আশ্বাস দেন। সেই সাথে আগামীতে রাজনৈতিক কর্মীদের দ্বারা দখল ও চাঁদাবাজী বন্ধ করার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।