ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, আগস্ট ২৯, ২০২৫
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন জামিনে মুক্ত

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।

শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

এ সময় কারাফটকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে, যারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন মামুন হাসান। শেখ হাসিনার সরকারের আমলে দায়ের করা চারটি মামলায় মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই চারটি মামলায় পুনরায় জামিন শুনানি হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে কারামুক্ত করা হয়।

কারাগার থেকে মুক্তি পেয়ে মামুন হাসান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছে।


ইএসএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।