ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, আগস্ট ২৯, ২০২৫
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বাসায় ফিরেছেন।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বাসার উদ্দেশ্য রওয়ানা করে ১১টা ৪৩ মিনিটে পৌঁছেছেন।

এর আগে, এদিন রাত ৮টায় বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

এনডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।