বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে সরকার গঠন করলে গুম প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে আন্তর্জাতিক গুম দিবসে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এমনটাই জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এই ভয়াবহ অপরাধের বিচার করা হবে।
তিনি বলেন, বিশেষ করে স্বৈরশাসিত বা রাজনৈতিকভাবে অস্থির দেশগুলোতে গুমের ঘটনা বেশি ঘটে। সরকারবিরোধী আন্দোলনকারী বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের দমন করতে অনেক সময় রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা এ ধরনের কঠোর পদ্ধতি ব্যবহার করে।
তারেক রহমান বলেন, গুমের শিকার হওয়া পরিবারগুলো অনেক কষ্টে থাকে। তারা প্রিয়জনের খবর বা কোনো বিচার পায় না।
বিএনপির পক্ষ থেকে তিনি প্রতিজ্ঞা করে বলেন, সরকার গঠন করলে আর কোনো গুম হবে না এবং জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুসারে আইন প্রণয়ন করা হবে। এই ভয়ংকর অপরাধের বিচার হবেই– এটাই আমাদের অঙ্গীকার।
‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ নামে একটি আইন প্রণয়নের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়ার জন্য তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান। এই উদ্যোগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ইএসএস/আরবি