ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেট জেলা আ.লীগ সভাপতি লুৎফুর রহমান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, সেপ্টেম্বর ২, ২০২১
সিলেট জেলা আ.লীগ সভাপতি লুৎফুর রহমান আর নেই

সিলেট: বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অসুস্থতা বোধ করায় গত ১৫ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য সিলেট সীমান্তিক ল্যাবে নমুনা দেন। এরপর তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। দু’দিন আগে ফের অসুস্থবোধ করায় তাকে নগরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ