ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল পাকিস্তান প্রতিষ্ঠিত করার নীল নকশা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, আগস্ট ৩০, ২০২১
১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল পাকিস্তান প্রতিষ্ঠিত করার নীল নকশা

ঢাকা: ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড না; ১৫ আগস্ট ছিল পুনরায় পাকিস্তানকে প্রতিষ্ঠিত করার নীল নকশা বলে মন্তব্য করেছেন যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ৷

সোমবার (৩০ আগস্ট) ঢাকা জেলা যুবলীগ আয়োজিত ১ হাজার অসহায় ও গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷

সাভার সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  যুব লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ১৯৭৫ সালের আগস্ট মাসের ভোরে আমি আমার স্বজনদেরকে হারিয়েছি।

মাত্র ৫ বছর বয়সে বাবা-মায়ের রক্তাক্ত দেহ অতিক্রম করে এক কাপড়ে বাসা থেকে বের হতে বাধ্য হয়েছিলাম। আশ্রয়ার্থী হয়ে বিভিন্ন বাসাতে পালাতে হয়েছিল সেদিন ভয়াল আগস্টে, নিজের জীবন বাঁচাতে। সেদিন হারিয়েছিলাম আমার বাবা আপনাদের নেতা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবনেতা শেখ ফজলুল হক মণি ও আমার মা আরজু মণি সেরনিয়াবাতকে।

তিনি আরও বলেন, শুধু সর্বকালের জাতির পিতা বঙ্গবন্ধুকেই নয়, সেসঙ্গে সেদিন একটি আদর্শ ও মূল্যবোধ্যের সমাধি হতে দেখেছি। কবর দেওয়া হয়েছে দেশপ্রেম ও মেধাভিত্তিক রাজনীতির। ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড না; ১৫ আগস্ট ছিল পুনরায় পাকিস্তানকে প্রতিষ্ঠিত করার নীল নকশা। ১৫ আগস্ট ছিল একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, বাঙালির স্বাধিকারকে অস্বীকার করার প্রয়াস।

এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেত আবু আহমেদ নাসিম পাভেল, মো. মোয়াজ্জেম হোসেন, সুব্রত পাল, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, সাভার পৌরমেয়র হাজী আব্দুল গণি, মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদোশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।