ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মে ২৪, ২০১৭
ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

ঢাকা: বিশ্ব ক্রিকেটের পরাশক্তি নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি র‌্যাকিংয়ে ছয়ে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৪ মে) রাতে আয়ারল্যান্ডের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটের দাপুটে জয় পায় টিম বাংলাদেশ। ত্রি-দেশিয় সিরিজের শেষ ম্যাচে এই দাপুটে জয়ে র‌্যাকিংয়ে ছয়ে উঠে আসে বাংলাদেশ।


 
এর পর পরই এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়ার, কর্মকর্তা, কোচ, ফিজিওসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরনের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
 
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এজেড/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।