ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জে মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বললেন হাসনাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জে মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বললেন হাসনাত মঞ্চে এনসিপি নেতারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মাসজুড়ে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ স্লোগান দেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। তিনি যদি গোপালগঞ্জকে ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। তার মতো স্বার্থপর... তার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না।  

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে ওঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে।  

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গোপালগঞ্জবাসীকে আশস্ত করতে চাই। গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়াও বাংলাদেশের, আমরা এই ৬৪ জেলার সমান অধিকার নিয়ে লড়াই করব। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব।  

তিনি বলেন, গোপালগঞ্জবাসীকে আহ্বান জানাব, আমরা আপনাদের জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সঙ্গে নিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।  

সবশেষে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ।  

এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।