ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

আইনের প্রতি শ্রদ্ধাশীল মায়া আইনজীবীর পরামর্শ নেবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, এপ্রিল ১০, ২০১৬
আইনের প্রতি শ্রদ্ধাশীল মায়া আইনজীবীর পরামর্শ নেবেন

ঢাকা: দুর্নীতি মামলায় সাজা বহাল ও হাইকোর্টে পুনঃশুনানির রায়ের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আইনজীবীর সঙ্গে আলোচনা করে কী করবেন- সে সিদ্ধান্ত নেবেন।

 

 
রোববার (১০ এপ্রিল) হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
 
এর প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজ দফতরে মায়া সাংবাদিকদের বলেন, কী সিদ্ধান্ত হয়েছে জানি না। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনজীবীর সঙ্গে পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নেবো।
 
মামলার ভিত্তি (গ্রাউন্ড) ছিল না কি-না- প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তাও বলতে পারবো না।
 
নৈতিকতার ভিত্তিকে কী বলেন- সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, এখানে আইন দিয়ে কথা বলতে হবে। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, আইন যা বলবে, আমি সে অনুযায়ী কাজ করবো।
 
মায়াসহ সম্প্রতি তিন মন্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আমার কথা বলতে পারি। আমারটা জানি, জানার পরে জানাবো। আমি আপনাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।  
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআইএইচ/এএসআর

** দুর্নীতির মামলা: মায়ার রিভিউ আবেদন খারিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।