ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ডিসেম্বর ১৩, ২০১৫
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।



আহত জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই ও অপর নেতাকর্মীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে দলীয় প্রার্থী একেএম ইরাদত মানুকে নিয়ে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল।

এ সময় যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মীরা মসজদি মার্কেট এলাকায় অর্তকিত হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, বিষয়টা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর কেউ অভিযোগ করলে আইন মতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।