ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

হরিণাকুণ্ডুতে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, অক্টোবর ১৪, ২০১৫
হরিণাকুণ্ডুতে জামায়াত নেতা গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের রোকন আকরাম হোসাইনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের বিভিন্ন দপ্তরে হামলা ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ