ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

হঠাৎ আগুন আতঙ্কে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, জুলাই ২৮, ২০২৫
হঠাৎ আগুন আতঙ্কে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা।  

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালেই ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এসবিডব্লিউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।