ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

আ.লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জুলাই ২৮, ২০২৫
আ.লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে: জাগপা পথসভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত।

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ শুদ্ধ আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নাই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস।

দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিন সোমবার (২৮ জুলাই) যশোর দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব, কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতারা বলেন, ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুন রূপে পুরনো আওয়ামী লীগ দেশবাসী মেনে নেবে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জাগপা নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, শাহাজান মল্লিক, ডা. রবিউল ইসলাম, কাজী জাবেদ, মো. আলমগীর হোসেন প্রমুখ।

টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।