ঢাকা: বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনে সব শহীদ পরিবারের পাশে বিএনপি আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছরে গুম হওয়া সব পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’- এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পদযাত্রা এবং শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া শিশুদের অধিক গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কাছে ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। দেশনেত্রী খালেদা জিয়াও শিশুদের অধিক গুরুত্ব দিতেন।
শিশুদের অধিকার আদায়ে গত ১৫ বছরে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএনপি।
বিভিন্ন কর্মসূচি, সহায়তা কার্যক্রম, সচেতনতামূলক উদ্যোগ এবং বিশেষ দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। একইসঙ্গে, শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নানা উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ করেছে।
আরআইএস