ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

বেড়ায় আ.লীগের দু’পক্ষের সমাবেশ, ১৪৪ জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, অক্টোবর ১৪, ২০১৫
বেড়ায় আ.লীগের দু’পক্ষের সমাবেশ, ১৪৪ জারি

পাবনা: পাবনার বেড়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগের দু’টি পক্ষ একই স্থানে ও একই সময়ে সমাবেশ আহ্বান করায় এ আদেশ জারি করা হয়েছে।



বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার পায়না বিদ্যালয় মাঠ ও এর আশপাশে এ আদেশ বলবৎ থাকবে।

দুপুর ১২টার দিকে এ ঘোষণা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান নিরাপত্তার স্বার্থে এ আদেশ জারি করেছেন।

সংশ্লিষ্টরা জানায়, বেড়া পৌর নির্বাচনের আগাম প্রচার উপলক্ষে উপজেলার পায়না বিদ্যালয় মাঠে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদের সমর্থকরা মাদক বিরোধী সমাবেশ আহ্বান করে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সমর্থকরা একই সময় একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিবাদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সকাল ৮টা থেকে রাত ১২ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ