ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

মণিরামপুরে যুবদল সভাপতি ও প্যানেল মেয়র কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, অক্টোবর ১৪, ২০১৫
মণিরামপুরে যুবদল সভাপতি ও প্যানেল মেয়র কারাগারে ছবি: প্রতীকী

যশোর: যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও পৌরসভার প্যানেল মেয়র-১ মফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে যশোরের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু ইব্রাহিম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।



যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালের ডিসেম্বর মাসে মণিরামপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলামের গাড়িবহরে হামলা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ