ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

এমপি লিটনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, অক্টোবর ৩, ২০১৫
এমপি লিটনের নামে মামলা মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির বাবা সাজু মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এতে এমপি লিটনকে একমাত্র আসামি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রাত পৌনে ৮টার দিকে এমপি লিটনের নিকট আত্মীয় তারিকুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় এমপির নিবন্ধনকৃত আগ্নেয়াস্ত্র দুটি জমা দেন।

দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

শুক্রবার সকালে পৌনে ৬টায় এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এ নিয়ে সারাদেশে চাঞ্চল্য দেখা দেয়।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

** এমপি লিটনের আগ্নেয়াস্ত্র জমা
** এমপির ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধ!


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।