ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

‘জুলাই’ না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না: জাগপা ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, আগস্ট ১, ২০২৫
‘জুলাই’ না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না: জাগপা ছাত্রলীগ জাগপা ছাত্রলীগ

ঢাকা: জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান ফারুকী বলেছেন, জুলাইয়ের ইতিহাস এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস। অগণিত লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

আমাদের মনে রাখতে হবে, জুলাই না হলে অনেক নেতাই তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না।

শুক্রবার (১ আগস্ট) বায়তুল মোকাররম মসজিদের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বহু নেতা বিদেশ থেকে দেশে ফিরতে পারতেন না। রাজবন্দীরা মুক্ত হতে পারতেন না, যদি না ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটত। গুম হওয়া স্বজনরা ফিরে এসেছেন। ধানক্ষেতে ঘুমিয়ে থাকা ভাইয়েরা সন্তান, বাবা-মায়ের সান্নিধ্যে ফিরেছেন।

তবে আজ সেই জুলাই কেন বিতর্কিত? কেন রাজনৈতিক মহলে অনৈক্যের আভাস? প্রশ্ন তোলেন জাগপা ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, আমরা আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের পূর্বেই বাংলাদেশে ফেরত পাঠাবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন-জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ।  

টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।