ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, আগস্ট ১, ২০২৫
শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে আগামী শনিবার (০২ আগস্ট)। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জামায়াত সেক্রেটারির ফেসবুক পেজে দোয়া চেয়ে দেওয়া পোস্টটি বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো—

“সম্মানিত আমিরে জামায়াতের জন্য একান্ত দোয়ার আরজ

আগামী ২ আগস্ট, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে, ইনশাআল্লাহ।

প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—আসুন, আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে (নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকাহ) যে যার অবস্থান থেকে তাঁর জন্য একান্তভাবে দোয়া করি।

আল্লাহ তা’য়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দান করেন—এই দো’য়াই করছি। আমিন।

আগামীকাল জুম’আ বার বরকতময় এই দিনে আমরা মসজিদে-মসজিদে দ্বীনি সাথীদের নিয়ে আল্লাহ তা’য়ালার দরবারে দো’য়া করতে পারি। ”

টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ