ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

অস্ট্রেলিয়া ক্রিকেট টিম না আসায় দায় সরকার এড়াতে পারে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, অক্টোবর ৩, ২০১৫
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম না আসায় দায় সরকার এড়াতে পারে না ছবি:সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে না আসার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, আমাদের লজ্জা লাগে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম আসে না, অন্যরা যারা অ্যালার্ট দিচ্ছে এর দায়-দায়িত্ব সরকারের।

তারা দায়িত্বশীল আচরণ করছে না বলেই এমনটি হচ্ছে।
 
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘জিয়া স্বর্ণপদক ও জিসাস নতুন তারা সাংস্কৃতিক পদক প্রদান’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস সাধারণ সম্পাদিকা ও অভিনেত্রী রিনা খান।
 
ইটালিয়ান নাগরিক হত্যা প্রসঙ্গে আব্দুল্লাহ আল নোমান বলেন, গুলশানে একজন বিদেশি নাগরিককে হত্যা করা হলো। শুধু বিদেশি কেনো? যে কোনো নাগরিক হত্যাই অপরাধ। এর দায় সরকার এড়াতে পারে না।
 
তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, আইন থাকলেও প্রয়োগ নেই। যে কারণে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। আইনের শাসন নেই বলেই আজ একজন এমপির গুলিতে শিশুকে আহত হতে হয়।
 
নোমান বলেন, ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। যে কারণে দেশে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। দেশ এক গুমট পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। এ সংকট নিরসনের উদ্যোগ সরকারকেই নিতে হবে।
 
বর্তমানে জাতীয় সংকট চলছে বলে দাবি করে বিএনপির এ নেতা বলেন, সংকট নিরসনে একটি গোলটেবিলে বৈঠকের মাধ্যমে আগামী নির্বাচনের পদ্ধতি ঠিক করুন। আপনারা ক্ষমতায়, আপনাদেরই উদ্যোগ নিতে হবে। অবিলম্বে সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। এভাবে বিরোধী মতাদর্শের লোকদের গুম-খুন করে সংকটের সমাধান হবে না।

প্রধান অতিথির বক্তৃতা শেষে বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেন আব্দুল্লাহ আল নোমান।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।