ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

মওদুদকে ওবায়দুল কাদেরের সমবেদন‍া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মওদুদকে ওবায়দুল কাদেরের সমবেদন‍া সড়ক পরিবহন ও সেত‍ু মন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ আহমদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেত‍ু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মওদুদ আহমদকে টেলিফোনে মন্ত্রী এ সমবেদনা জানান।



জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বাংলানিউজকে এ বিষয়টি জানান। মন্ত্রী ঢাকায় এসে মওদুদের বাসায় যাবেন বলে জান‍ানো হয়।  

গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের তাপমাত্রা না কমায় সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

কিন্তু সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই আমানের মৃত্যু হয়। ভোর রাত সাড়ে ৪টায় আমানকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছায় এয়ারবাসটি।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।